সিরিয়ায় আত্মঘাতী আইএস প্রধান

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক : মার্কিন হামলা থেকে বাঁচতে নিজেকে সপরিবারে শেষ করে দিলেন ইসলামিক স্টেট এর শীর্ষ নেতা আবু ইব্রাহিম আল হাশিমি আল কুরেশি। জানিয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, স্পেশাল ফোর্সের অভিযান চলাকালীন বিস্ফোরণ ঘটিয়ে সপরিবারে আত্মঘাতী হয় কুরেশি। মার্কিন অফিসারদের উদ্ধৃত করে এএফপি-র এই রিপোর্ট। সিরিয়ার ইদলিব প্রদেশের আতমেহ গ্রামে এই অভিযান চালায় বলে খবর। ২০১৯ সালে এই ইদলিবকেই মার্কিন হামলা থেকে বাঁচাতে আত্মঘাতী হন আবু বকর আল বাগদাদি। আইএস এর প্রধান হিসেবে এরপর দায়িত্ব নেন ইব্রাহিম। বাগদাদির মতই বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে ও নিজের বাড়ির শিশু মহিলা সহ সকলকে শেষ করে দিয়েছেন বলে জানান এক মার্কিন আধিকারিক।

গত কয়েকদিন থেকেই ওই এলাকায় মাথাচাড়া দিয়েছে আই এস। গত মাসের টানা দশদিন তারা হামলা চালিয়েছে একটি কারাগারকে দখল করার জন্য। মার্কিন স্পেশাল ফোর্সেস হেলিকপ্টারে চড়ে আসে এবং সিরিয়ার জঙ্গি অধ্যুষিত ওই এলাকায় হামলা চালায়। একটি সূত্রের দাবি, কুরেশির সম্পর্কে তথ্য জানতে ১ কোটি ডলার পুরষ্কার ঘোষণা করে আমেরিকা।