HighlightNewsদেশ

ইন্ডিয়া গেটে উধাও নেতাজির হলোগ্রাম স্ট্যাচ‍ু, ত‍ুঙ্গে রাজনৈতিক তরজা

টিডিএন বাংলা ডেস্ক : ঢাকঢোল পিটিয়ে মহাসমারোহে প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন। তার ১০ দিনের মাথায় দিল্লির ইন্ডিয়া গেট থেকে উধাও নেতাজি স‍ুভাষচন্দ্রের হলোগ্রাম ম‍ূর্তি। ধিক্কার তৃণম‍ূলের।

বিষয়টা কী, সেটা জানতে সেখানে যান তৃণম‍ূলের সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা। যে পর্দার মাধ্যমে দেখা যাচ্ছিল ম‍ূর্তিটা, সেটাও ছিঁড়ে গেছে। এরপরই দলের প্রশ্ন, নেতাজিকে এভাবে অপমান করার কে অধিকার দিয়েছে? হাতে পোস্টার নিয়ে প্রতিবাদ করেন তাঁরা। যেখানে লেখা, নেতাজিকে কেন অন্ধকারে রাখা হচ্ছে?

নেতাজির হলোগ্রাম উধাও বিতর্কে সাফাই দিয়ে কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, দিল্লিতে ১৫ কিলোমিটারেরও বেশি গতিতে হাওয়া বইছে। এতে হলোগ্রামের যে সূক্ষ্ম পর্দা রয়েছে, তা নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি প্রবল। তাই হলোগ্রাম মূর্তির ক্ষেত্রে আন্তর্জাতিক যে নিয়ম রয়েছে, সেই মোতাবেকই আলো সাময়িক সময়ের জন্য নিভিয়ে দেওয়া হয়েছে। আবহাওয়া ঠিক হয়ে গেলেই নেতাজির হলোগ্রাম আবার দেখা যাবে।

তবে সরকারের সাফাইয়ে কান দিতে নারাজ তৃণমূল। রাজ্যসভার এমপি হওয়ার পর বৃহস্পতিবারই প্রথমবার বক্তৃতা দেন জহর সরকার। আর সুযোগ পেয়েই সরকারকে তোপ দাগেন। কেন্দ্রের এই প্রাক্তন আমলা বলেন, মোদি সরকারের আমলে প্রসারভারতীর সিইও হিসেবে কাজ করতে গিয়ে দমবন্ধ অবস্থা হয়েছিল। তাই ছেড়ে দিয়েছি। এখন আইএএস নীতি বদলে সরকারি আমলাকে ক্রীতদাস বানাতে চাইছে সরকার। পেগাসাস সফটওয়ার দিয়ে চরবৃত্তি হচ্ছে। সাংবিধানিক প্রতিষ্ঠানকে নষ্ট করে দেওয়া হচ্ছে।

Related Articles

Back to top button
error: