টিডিএন বাংলা ডেস্ক : বোরখা পরার জন্য ক্লাস করতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপি শাসিত কর্নাটকে। অভিযোগ কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। উদুপি জেলার উপকূলীয় শহর কুন্দাপুরের একটি কলেজের এই ঘটনা দেশজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সূত্রপাত বুধবার। কর্ণাটকের মুসলিম ছাত্রীরা বোরখা পড়ে ক্লাসে আসার পরপরই ১০০জন হিন্দু ছাত্র গেরুয়া শাল গায়ে দেয়। পরিস্থিতি আরও খারাপ হলে এই ছাত্রীদের ক্লাস না করতে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তারপরেই ক্ষোভে ফেটে পড়েন এই ছাত্রীরা।
ছাত্রীদের অভিযোগ, অনেক অনুরোধ করেন ক্লাস করতে দেওয়ার জন্য। ফল না পাওয়ায় আন্দোলনের পথ বেছে নেয় ওই মুসলিম ছাত্রীরা। বোরখা পড়া ছাত্রীরা কলেজের অধ্যক্ষ কে জানান, দু’মাসের মধ্যেই তাদের পরীক্ষা রয়েছে। তাদের যেন ক্লাস করতে দেওয়া হয়। তবে এরপরেও আর্জি মানা হয়নি বলে অভিযোগ। রাজ্য সরকার এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে রয়েছে। তাদের বক্তব্য, হিজাব বা বোরখা পড়লে ধর্মনিরপেক্ষতা নষ্ট হয়। তাই একটি শিক্ষা প্রতিষ্ঠান এইসব চলবে না। স্বাভাবিকভাবেই এই ইস্যুতে সরব বিরোধী রাজনৈতিক দলগুলি।