রাজ্য

কেষ্টপুরে দুর্গাপুজোয় হাজির সুশান্ত সিং রাজপুত!

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: সুশান্ত সিং রাজপুতের রহস্যময় মৃত্যুতে এক গভীর শোকের আবহে দেশবাসী। মৃত্যু রহস্যভেদে তদন্ত নতুন নতুন পথে মোড় নিচ্ছে রোজই। এই প্রতিভাবান অভিনেতার স্মরণে কেষ্টপুর মাস্টারদা স্মৃতি সংঘ এবার শারদোৎসবে তুলে ধরবে তাঁকেই। মাটির সরায় ফুটে উঠছে সুশান্তের অবয়ব। এখানকার পুজোয় মা দুর্গার সঙ্গে কার্তিক আবির্ভূত হবেন সুশান্ত সিংয়ের রূপ ধারণ করে। শিল্পী মানস রায়ের তুলির টানে ফুটে উঠছে সুশান্তের নানান মুহূর্ত। পুজোর আনন্দের মাঝেও বাঙালির মননে যেন নাড়া দিয়ে যাবে সুশান্তের ‘ধোনী’ কিংবা ‘ব্যোমকেশ’রা। শিল্পী মানস রায়ের ভাবনায় সুশান্ত যে আজ কার্তিক।
পাশাপাশি গ্রামীণ শিল্পীদের পাশে থাকার বার্তাও এবারের শারদোৎসবে দিতে চলেছে পুজো উদ্যোক্তারা। মন্ডপ সাজানোর সামগ্রী সরাসরি গ্রাম থেকেই সংগ্রহ করা হবে। মাস্টারদা স্মৃতি সংঘের পক্ষ থেকে সারা বছর ধরেই সামাজিক কাজকর্ম চালানো হয়। করোনা পরিস্থিতিতে ক্ষুদ্র শিল্পীরা চরম ভাবে বিপাকে পগেছেন। তাঁদের কথা ভেবে ক্ষুদ্র শিল্পীদের নিয়ে মেলা আয়োজনের ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পুজো কর্মকর্তাদের।

Related Articles

Back to top button
error: