রাজ্য

বিজেপি ক্ষমতায় এলে মেয়রের চামড়া তুলে নেবে, বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ’য়ের

টিডিএন বাংলা ডেস্ক: ‘বিজেপি ক্ষমতায় এলে আসানসোলের মেয়রের চামড়া তুলে নেবে।’ এমনই মন্তব্য করে শিরোনামে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। শুক্রবার ১১ই সেপ্টেম্বর রাতে বিজেপির রাজ্য সম্পাদক বাপ্পা চ্যাটার্জিকে আসানসোল কর্পোরেশনের একটি জাল ছবি তৈরি করার অভিযোগে গ্রেফতার করে আসানসোল থানার পুলিশ। তার পরই বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতির মন্তব্যে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।
এদিন বাপ্পা চ্যাটার্জির গ্রেফতারকে কেন্দ্র করে পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে আন্দোলন শুরু করেন বিজেপি কর্মীরা। সেখানে হাজির হন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। আন্দোলন চলাকালীন পুলিশকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠতেই সৌমিত্র খাঁ সহ কোর্ট চত্বরে উপস্থিত বিজেপির অন্যান্য নেতা-কর্মীদের গ্রেফতার করে পুলিশ। যদিও পরে মুক্তি পান তারা।

Related Articles

Back to top button
error: