টিডিএন বাংলা ডেস্ক: অবশেষে অরুণাচল প্রদেশের পাঁচ যুবককে ফিরিয়ে দিল চিন। শনিবার ওই পাঁচ যুবককে ভারতের হাতে তুলে দিল লাল ফৌজ বাহিনী। চলতি মাসের ২ তারিখ ওই পাঁচ যুবক অরুণাচল প্রদেশের উচ্চ সুবনসিরি জেলার জঙ্গল থেকে নিখোঁজ হয় যান।
সূত্রের খবর অনুযায়ী, ঘটনার দিন একটি সেনা ঘাঁটিতে মাল পৌঁছে দেওয়ার পর শিকারের খোঁজে ওই জঙ্গলে যান তাঁরা। ভুল করে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে তাঁরা চিনে ঢুকে পড়েন।স্থানীয়দের দাবি, চিনা সেনা তাঁদের অপহরণ করে। তবে চিন সঙ্গে সঙ্গেই ভারতের তার জবাব দিয়েছিল। জানিয়েছিল, নিখোঁজ পাঁচ যুবক সেখানেই রয়েছে। শনিবার সকাল সাড়ে ন’টায় হস্তান্তরের একঘণ্টা পর সীমানা পেরিয়ে দেশের মাটিতে পা রাখেন তাঁরা। শনিবার এই খবর টুইট করে জানান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। ওই টুইটে তিনি লেখেন, অরুণাচল প্রদেশ থেকে নিখোঁজ হয় যাওয়া পাঁচ জনকে সুস্থ, স্বাভাবিক অবস্থায় চিন সেনাবাহিনী কিবিথুতে ভারতের হাতে তুলে দিয়েছে। তবে তাঁদের নির্দিষ্ট সময়ের জন্য কয়েরেন্যাইন থাকতে হবে। আমি ধন্যবাদ জানাই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কে তাঁর উদ্বেগের জন্য।”