আন্তর্জাতিক

আরব আমিরাতের পর এবার ইসরাইলকে স্বীকৃতি দিল বাহরাইন

টিডিএন বাংলা ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের পর এবার দখলদার ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দিল বাহরাইন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার রাতে এক টুইটার বার্তায় জানান, বাহরাইন ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয়েছে।
এ ব্যাপারে আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও বাহরাইন একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, বাহরাইনের রাজতান্ত্রিক সরকার ইসরাইলের সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে সম্মত হয়েছে। মাত্র ২ সপ্তাহ আগে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার নামে ইসরাইলকে স্বীকৃতি দেয়ার মার্কিন আহবান প্রত্যাখ্যান করলেও ২ সপ্তাহ যেতে না যেতেই রাজি হয়ে গেল বাহরাইন।
আগস্টের শেষ সপ্তাহে দেশটিতে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সংযুক্ত আরব আমিরাতের অনুসরণে ইসরাইলের সঙ্গে শান্তিচুক্তির আহ্বান জানালে বাহরাইনের বাদশাহ হাম্মাদ বিন ইসা আল খলিফা সরাসরি তা প্রত্যাখ্যান করেন। সে সময় যুক্তরাষ্ট্রের আহ্বানে বাহরাইন বলেছিল, ফিলিস্তিনিদের অধিকার আদায়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাই আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের জন্য যুক্তরাষ্ট্রের এই আহ্বানকে আমরা প্রত্যাখ্যান করছি।
এর আগে গত ১৩ আগস্ট ট্রাম্প ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। মুসলিম বিশ্বে আরব আমিরাতের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া হয়। ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ ও সংগ্রামী ফিলিস্তিনি সংগঠনগুলো সংযুক্ত আরব আমিরাতের সিদ্ধান্তকে তাদের পিঠে ছুরি বসিয়ে দেয়ার নামান্তর বলে মন্তব্য করেছে।
ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর থেকে গত সাত দশকেরও বেশি সময় ধরে বেশিরভাগ আরব দেশ তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন বা ইসরাইলকে স্বীকৃতি দেয়া থেকে বিরত ছিল। ইন্টারনেট
এসব দেশ ইসরাইলকে স্বীকৃতি দেয়ার শর্ত হিসেবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করে এই সংকট সমাধানের কথা ঘোষণা করেছিল; যদিও আরব দেশগুলোর সাধারণ জনগণ ফিলিস্তিনের বুক থেকে ইসরাইল নামক অবৈধ রাষ্ট্র উৎখাতের পক্ষপাতী। তবে দৃশ্যত আরব দেশগুলো তাদের শর্ত পূরণ না হতেই কুদস দখলদার ইসরাইলকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Related Articles

Back to top button
error: