মাদক মামলায় এনসিবির কাছে সারা আলি খানের নাম প্রকাশ করলেন রিয়া চক্রবর্তী
টিডিএন বাংলা ডেস্ক: সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলার সঙ্গে জড়িত মাদক চক্র কান্ডে নতুন মোড়। এনসিবির কাছে বলিউড অভিনেতা তথা নবাব সৈফ আলী খানের কন্যা সারা আলি খানের নাম প্রকাশ করলেন রিয়া চক্রবর্তী। সূত্রের খবর অনুযায়ী, এমসিবির প্রশ্নের উত্তর দেওয়ার সময় বলিউডের বেশ কিছু খ্যাতনামা অভিনেতা-অভিনেত্রীদের নাম রিয়া উল্লেখ করেছেন যারা ড্রাগস নেন। তাদের মধ্যেই নাম রয়েছে সারা আলি খানের।
জানা গেছে, এই মামলার তদন্তের স্বার্থে খুব শীঘ্রই এনসিবির একটি টিম অভিনেত্রী রকুল প্রীত সিং এবং সারা আলি খানকে জিজ্ঞাসাবাদের জন্য শমন পাঠাতে পারে। এছাড়া ফ্যাশন ডিজাইনার সিমোনকেও ডাকা হতে পারে।
প্রসঙ্গত, রকুল প্রীত সিং এবং সিমোন গত দু’বছর ধরে রিয়া চক্রবর্তীর বান্ধবী। জানা গেছে, এরা দুজনেই রিয়ার সাথে মাদক সেবন করতেন। এনসিবির প্রশ্নোত্তরে এমনটাই জানিয়েছেন রিয়া চক্রবর্তী। খুব শীঘ্রই এই তিনজনকেই এনসিবির দপ্তরে ডাকা হতে পারে।