প্রাক্তন নৌ সৈনিকদের ওপর এধরনের হামলা মেনে নেওয়া হবে না; নৌ সেনা আধিকারিকের সঙ্গে কথা বলে জানালেন রাজনাথ সিং

টিডিএন বাংলা ডেস্ক: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মুম্বইয়ের প্রাক্তন নৌসেনা আধিকারিকের উপর হওয়া হামলার তীব্র নিন্দা করলেন। একটি টুইট করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান যে তিনি প্রাক্তন নৌসেনা আধিকারিক শ্রী মদন শর্মার সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, প্রাক্তন সৈনিক দের ওপর এ ধরনের হামলা সম্পূর্ণ অস্বীকার্য এবং নিন্দনীয়।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এ প্রসঙ্গে টুইট করে লেখেন,”রিটার্ন নৌসেনা আধিকারিক শ্রী মদন শর্মা সাথে কথা বলেছি, যাঁর ওপর মুম্বাইয়ে এক গুন্ডা হামলা করে এবং ওনার স্বাস্থ্যের সম্পর্কে খোঁজখবর নিয়েছি। প্রাক্তন সৈনিকদের ওপর এ ধরনের হামলা সম্পূর্ণ অস্বীকার্য এবং নিন্দনীয়। আমি মদন দ্রুত সুস্থতা কামনা করি।”

প্রসঙ্গত, ৬৫ বছর বয়সেই মুম্বাইয়ের কান্ডিভালি অঞ্চলের বাসিন্দা, ওই প্রাক্তন নৌসেনা আধিকারিক তার সোসাইটির কিছু সদস্যদের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি কার্টুন শেয়ার করেন যেখানে দেখা গেছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী এবং এনসিপি প্রধান শারদ পওয়ারের ছবির সামনে হাতজোড় করে রয়েছেন।এই ছবি দেখে সোসাইটির কেউ কোনো মন্তব্য না করলেও এই ছবি পাঠিয়ে দেওয়া হয় কার্টুন শাখা প্রমুখ কমলেশ কদমকে। সমতা নগর পুলিশ স্টেশন এর এক আধিকারিকের মতে, কমলেশ কদম এবং বেশ কিছু শিব সৈনিকের কাছে এই কার্টুন বিশেষ আপত্তিকর বলে মনে হয়। যার ফলস্বরূপ শুক্রবার কান্ডিভালি পূর্বে সোসাইটি কমপ্লেক্সের ভেতরেই প্রাক্তন নৌসেনা আধিকারিকের ওপর ৮ থেকে ১০ জন লোক হামলা চালায়। সূত্রের খবর অনুযায়ী, এরা প্রত্যেকেই শিবসেনার সদস্য ছিলেন।ওই হামলায় তার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের বিশেষ কোনো ক্ষতি না হলেও তার চোখে গভীর আঘাত লেগেছিল। ওই হামলার পর তিনি খুব দ্রুত নিজের বাড়িতে পালিয়ে আসতে পারেন এবং পরে নিকটবর্তী থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

এই মামলায় পুলিশ এখনো পর্যন্ত ছ’জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। তবে ওই মৃত ব্যক্তিদের পরে থানা থেকে জামিন দিয়ে দেওয়া হয়। ওই প্রাক্তন নৌসেনা আধিকারিকের কন্যার অভিযোগ, পুলিশ দেখনদারি করার জন্য তদন্ত করেছিল।