দেশ

সামলাতে না পারলে ইস্তফা দিন উদ্ধব ঠাকরে; হাসপাতাল থেকে ফিরে ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তন নৌ সেনা আধিকারিক

টিডিএন বাংলা ডেস্ক: মুম্বইয়ের শিব সৈনিকদের কথিত গুন্ডামির শিকার হওয়া প্রাক্তন নৌ সেনা আধিকারিক মদন শর্মা হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ওপর। উদ্ধব ঠাকরে এর উদ্দেশ্যে তিনি বলেন, যদি উদ্ধব ঠাকরে আইনশৃঙ্খলা রক্ষায় অক্ষম হন তবে তাঁর পদত্যাগ করা উচিত।

মদন শর্মা বলেন, “আমি উদ্ধব ঠাকরেকে বলতে চাই, আপনি যদি আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারেন তবে, পদত্যাগ করুন। জনগণকে সিদ্ধান্ত নিতে দিন কোন সরকার আসবে এবং আইন শৃঙ্খলা সামাল দেবে। উনার দ্বারা সম্ভব না হলে উনার ইস্তফা দেওয়া উচিত।”

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে কথোপকথনের বিষয়ে মদন শর্মা বলেন যে, “তিনি আমার সাথে ঘটে যাওয়া এই ঘটনার নিন্দা করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন।” তিনি আরো বলেন, প্রতিরক্ষামন্ত্রী তাঁকে সব রকম সহায়তা করার আশ্বাস দিয়েছেন এবং কোন রকম চিন্তা করতে বারণ করেছেন।

এরপর তাঁর সাথে হওয়া মারপিটের ঘটনা সম্পর্কে কথা বলতে গিয়ে ওই প্রাক্তন সেনা আধিকারিক বলেন, “আমি তাদের বলেছিলাম যে আমি ডিফেন্সের সদস্য এবং একজন প্রবীণ নাগরিক। তবে তারা আমার সাথে অনেক অন্যায় অত্যাচার করে।” তিনি আরো বলেন,”তারা আমাকে কথা বলার জন্য ডেকেছিল, কিন্তু কথা না বলে মারধর শুরু করে।” আরো বলেন “আমাদের দেশে জাতীয় লোক থাকা ঠিক নয়।” তিনি আরো বলেন, “প্রথমে তারা আমাকে আঘাত করে, পরে পুলিশকে আমার বাড়িতে পাঠায় আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর জন্য। ওখানে আমাকে পুলিশের সদস্যরা মারধর করতেন, তবে আমি স্থানীয় বিধায়ক অতুল ও রানী দ্বিবেদীজির সমর্থন পেয়েছিলাম। তারা আমাকে বাঁচিয়েছিলেন। না হলে আমি আপনাদের সামনে থাকতে পারতাম না। এরা আমাকে জেলে পুরে মেরে ফেলত।”

Related Articles

Back to top button
error: