গুজরাত দাঙ্গার পর অস্থিরতা তৈরির জন্য সনিয়ার সচিব থেকে টাকা নেওয়ার অভিযোগ তিস্তার বিরুদ্ধে

টিডিএন বাংলা ডেস্ক: গুজরাত দাঙ্গার পর রাজ্য সরকারের পতন ঘটাতে রাজ্যের মধ্যে বিভিন্ন ভাবে অস্থিরতা বা ঝামেলা তৈরির জন্য সনিয়া গান্ধীর তৎকালীন সচিবের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠলো তিস্তা সেতলাবাদের বিরুদ্ধে। সম্প্রীতি গ্রেফতার হওয়া সমাজকর্মী তিস্তা সেতলাবাদ তার জামিনের জন্য আবেদন করেছিলেন। সেই আবেদনের বিরোধিতা করতে শুক্রবার সিট অতিরিক্ত চার্জশিট জমা করে। সেই চার্জশিটে অভিযোগ করা হয়েছে, ২০০২-এ গুজরাত দাঙ্গাকে কাজে লাগিয়ে তৎকালীন নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের পতন ঘটাতে চেষ্টা করে ছিল তিস্তা ও তাঁর সংগঠন।

সিটের পেশ করা চার্জশিটে আরও দাবি করা হয়েছে, এই কাজে তাঁকে বিপুল পরিমাণ টাকা দিয়ে সাহায্য করেন গুজরাটের কংগ্রেস নেতা তথা সনিয়া গান্ধীর তৎকালীন সচিব আহমেদ প্যাটেল। যিনি পরবর্তিতে গুজরাত থেকে কংগ্রেসের রাজ্যসভার সদস্য হন। তবে সেই আহমেদ প্যাটেল এখন আর বেঁচে নেই। করোনায় আক্রান্ত হয়ে ২ বছর আগেই মারা গিয়েছেন। তার ছেলে বর্তমানে কংগ্রেসে ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন।