কলকাতায় থেকেও বামেদের ব্রিগেড সমাবেশে এলেন না তেজস্বী যাদব!

টিডিএন বাংলা ডেস্ক: শেষ পর্যন্ত কলকাতায় থেকেও বাম কংগ্রেসের ব্রিগেড সমাবেশে পৌঁছলেন না লালু যাদব পুত্র তেজস্বী যাদব। এদিনের সমাবেশে তেজস্বী যাদবের উপস্থিতি নিয়ে জল্পনা চলতে থাকলেও শেষমেশ বাম কংগ্রেস আইএসএফ-এর ব্রিগেডে আসছেন না লালুপ্রসাদ যাদব পুত্র তেজস্বী যাদব। শুধু তাই নয়, বিহার ভোটে জেডিইউ-বিজেপিকে চমকপ্রদ লড়াই দেওয়ার পর এবার হয়তো তিনি সাক্ষাৎ করতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। সূত্রের খবর অনুযায়ী আজ বিকেল চারটে নাগাদ দলীয় কর্মীদের সাথে বৈঠকে বসতে পারেন তেজস্বী। এরপর আজ বা আগামীকাল দেখা হতে পারে মুখ্যমন্ত্রীর সাথে।