রাজ্য

কৃষি বিল প্রত্যাহার না হলে বাড়ি ফিরবে না আন্দোলনরত কৃষকরা; মন্তব্য রাকেশ টিকায়েতের

টিডিএন বাংলা ডেস্ক: একদিকে যখন গোটা দেশ করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে প্রাণপণে লড়াই করছে। দেশজুড়ে বিভিন্ন রাজ্যে চলছে লকডাউন। করোনার সংক্রমণ থেকে বাঁচতে মানুষকে ঘরের মধ্যে থাকার পরামর্শ দিচ্ছে প্রশাসন। সেই সময় কৃষি বিল প্রত্যাহারের দাবিতে দিল্লির সীমান্তে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। গতবছর কৃষি বিল পাস হওয়ার পর থেকেই এই আন্দোলন করছেন কৃষকরা। তাদের একটাই দাবি কেন্দ্র সরকার নতুন কৃষি বিল প্রত্যাহার করুক। যতদিন না সরকার সেই দাবি মানছে ততদিন তারা দিল্লীর সীমান্তেই আন্দোলন চালিয়ে যাবেন। আজ কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকেত একটি টুইট করে ফের লিখেছেন,”বিল প্রত্যাহার না হলে ঘরে ফেরা নয়।”

শুধু তাই নয়, সারা দেশ জুড়ে আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে কোথাও কোনো মামলা করা হলে এই আন্দোলনকে দেশব্যাপী করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন কৃষক নেতা রাকেশ টিকেত।

Related Articles

Back to top button
error: