HighlightNewsদেশ

হিন্দুত্বের হুংকার নয়, বরং কেরলের স্থানীয় নির্বাচনে সংখ্যালঘুদের কাছে টানতে মুসলিম এবং খ্রিষ্টানদের সামনে রেখে লড়ছে বিজেপি

টিডিএন বাংলা ডেস্ক: হায়দ্রাবাদের পৌরসভা নির্বাচনের পর এবার লক্ষ্য কেরলের বিধানসভা নির্বাচন। তাই পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচনে নিজেদের ঘুঁটি পাকা করতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কাছে টানতে মুসলিম এবং খ্রিষ্টানদের সামনে রেখে লড়াই করার “কৌশল” করেছে বিজেপি। সম্প্রতি কর্নাটকের বেলগাভী আসনের উপ-নির্বাচনের আগে “কোনো মুসলিমকে প্রার্থী হওয়ার টিকিট দেওয়া হবে না” বলে মন্তব্য করে দলকে রীতিমত বিড়ম্বনায় ফেলেছিলেন রাজ্যের বিজেপি নেতা ও মন্ত্রী এস ঈশ্বরাপ্পা। এবার তাই বিরম্বনা কাটাতে কেরলের পঞ্চায়েত নির্বাচনের আগে ছক পরিবর্তন করেছে বিজেপি। সূত্রের খবর অনুযায়ী প্রায় একশোর বেশি আসনে মুসলিম প্রার্থী দিয়েছে গেরুয়া শিবির।

প্রসঙ্গত, আগামী ৮,১০ ও ১৪ ডিসেম্বর কেরলে পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচন হতে চলেছে। এই ত্রিস্তর নির্বাচনে ৫০০ খ্রিস্টান এবং ১১৪ জন মুসলিম প্রার্থী দিয়েছে বিজেপি।এমনকি ওই প্রার্থীদের হয়ে প্রচারের ময়দানে নেমেছেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এর পাশাপাশি অর্ধেক আসন মহিলাদের জন্য সংরক্ষিত হয় প্রচুর পরিমাণে মহিলা প্রার্থীও দিয়েছে বিজেপি।

Related Articles

Back to top button
error: