HighlightNewsদেশ

আন্দোলনকারী কৃষকরা দ্বিতীয় শাহীনবাগ বানাতে চাইছেন; মন্তব্য বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির

টিডিএন বাংলা ডেস্ক: নয়াকৃষি আইন খারিজের আবেদন লাগাতার দিল্লি হরিয়ানা সীমান্তে বিক্ষোভ দেখিয়েছে আলা হাজার হাজার কৃষকদের সঙ্গে দিল্লির শাহীনবাগ এর তুলনা করলেন বিজেপি সংসদ মনোজ তিওয়ারি। ফের একবার উত্থাপন করলেন “টুকরে টুকরে গ্যাং”-এর প্রসঙ্গ। উত্তর দিল্লির বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির দাবি,”টুকরে টুকরে গ্যাং কৃষক আন্দোলন কে দ্বিতীয় শাহীনবাগ বানাতে চাইছেন।”

একদিকে বাদল অধিবেশনে পাস হওয়া তিনটি নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লির সীমান্তে লাগাতার বিক্ষোভ দেখিয়ে চলেছেন পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ, গুজরাট সহ বিভিন্ন প্রদেশের কৃষকরা। এই আন্দোলনের জেরে ইতিমধ্যেই সিল হয়েছে দিল্লির সমস্ত সীমান্তগুলি। আর অপরদিকে নাগরিকত্ব আইনের প্রতিবাদে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে দিল্লির শাহীনবাগ। করোনাভাইরাস এর হানার কারণে জারি হওয়ার লকডাউনের জন্য এই আন্দোলন বন্ধ হয়। এই দুই আন্দোলনকে একই সারিতে ফেলে মনোজ তিওয়ারির দাবি,”ব্যক্তিগত ও ছোট ছোট গোষ্ঠীর উপস্থিতি প্রমাণ করে, শাহীনবাগে যাঁরা জাতীয় নাগরিক পঞ্জী এবং নাগরিকত্ব আইনের বিরোধিতা করেছিলেন, তাঁরা শাহীনবাগ-২ করতে চাইছেন। কৃষক আন্দোলনের নামে অস্থিরতা তৈরি করতে চাইছেন।”তিনি আরো বলেন,”টুকরে টুকরে গ্যাং এর আসল উদ্দেশ্য আন্দোলনকারী প্রকৃত কৃষকরা অবশ্যই বুঝতে পারবেন।”

 

Related Articles

Back to top button
error: