রাজ্য

গভীররাতে আপারের টেট উত্তীর্ণদের মঞ্চে হানা পুলিশের, জোরপূর্বক শিয়ালদহ পাঠানো হলো চাকরিপ্রার্থীদের

টিডিএন বাংলা ডেস্ক: গভীররাতে বিক্ষোভরত আপারের চাকুরীপ্রার্থীদের জোর করে শিয়ালদহ পাঠানোর অভিযোগ উঠলো বিধাননগর থানার পুলিশের বিরুদ্ধে। উল্লেখ করা যেতে পারে, গত শুক্রবার থেকে আপার প্রাইমারির শূন্যপদে নিয়োগের দাবিতে আন্দোলন নামে টেট উত্তীর্ণরা। এসএসসি দপ্তরের সামনে অবস্থানে বসেন তাঁরা।

বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখাও করে নিজেরদের দাবিপত্র পেস করেও মেলেনি সমাধান। ফলে কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে অবস্থান বিক্ষোভ চালাতে থাকেন তারা। এরই মাঝে বুধবার রাতে আচমকাই অবস্থান মঞ্চে হানা দেয় পুলিশ। জোরপূর্বক উঠিয়ে দেওয়া হয় চাকরী প্রার্থীদের। আবার যেন অবস্থান বিক্ষোভে বসতে না পারে চাকুরীপ্রার্থীরা তার জন্য তাদের শিয়ালদহ স্টেশনে পাঠানো হয়। যদিও পুলিশের এই কর্মকান্ডে ক্ষুব্ধ তারা।

Related Articles

Back to top button
error: