HighlightNewsরাজ্য

ট্রেন দুর্ঘটনায় মৃত দীপঙ্কর মন্ডলের মৃতদেহ নিয়ে আসা হলো ফরাক্কায়

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: দীর্ঘ ৫ দিনের অপেক্ষার পর অবশেষে চেন্নাই’য়ে কাজ করতে যাওয়ার সময় উড়িষ্যার বালেস্বরে ট্রেন দুর্ঘটনায় মৃত দীপঙ্কর মন্ডলের দেহ ফিরলো নিজের জন্ম ভিটে মুর্শিদাবাদের ফরাক্কায়। মঙ্গলবার দুপুর নাগাদ ফরাক্কার বেওয়া-১ পঞ্চায়েতের অন্তর্গত পলাশী গ্রামে পৌছায় দীপঙ্কর মন্ডলের নিথর দেহ। দীপঙ্করের দেহ ফিরতেই কার্যত কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এদিন দীপঙ্কর মন্ডলকে দেখতে ভিড় জমায় গ্রামবাসীরা। এদিকে দীপঙ্কর মন্ডলের দেহ গ্রামের বাড়িতে নিয়ে আসার সময় তার বাড়িতে উপস্থিত ছিলেন ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী, বিডিও জুনাইদ আহমেদ সহ অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য, ফরাক্কার বেওয়া-১ পঞ্চায়েতের অন্তর্গত পলাশী গ্রামের বছর ৩৭’য়ের দীপঙ্কর মন্ডল গত শুক্রবার বাড়ি থেকে কাজের উদ্দেশ্য চেন্নাই যাচ্ছিলেন। কিন্তু উড়িষ্যার বালেশ্বরের বাহানগা বাজার স্টেশনের কাছে করমন্ডল এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর নিখোঁজ হয়েছিলেন দীপঙ্কর। উদ্বিগ্ন হয়ে উড়িষ্যার বালেস্বরে ছুটে যান পরিবারের সদস্যরা। অবশেষে মেলে দীপঙ্কর মন্ডলের নিথর দেহ। অতঃপর আজ মঙ্গলবারই দীপঙ্কর মন্ডলের দেহ ফিরিয়ে নিয়ে আসা হয় ফরাক্কায়। সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় ৩০০ জনের। আহত হাজারেরও বেশি যাত্রী। যাদের মধ্যে থেকে একটি বড়ো অংশ এখনও মারাত্মক জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে অনেকেই আবার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ফলে প্রকৃত পক্ষ কত জনের মৃত্যু হবে আর কতজন বেঁচে যাবে তা বলা কঠিন।

Related Articles

Back to top button
error: