রাজ্য

রাজ্যের মুখ্য সচিব হিসেবে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ আরও তিন মাস বৃদ্ধির প্রস্তাবে সায় দিল কেন্দ্র

টিডিএন বাংলা ডেস্ক: রাজ্যের মুখ্য সচিব হিসেবে আলাপন বন্দ্যোপাধ্যায় এর মেয়াদ আরও তিন মাস বৃদ্ধি প্রস্তাবে সায় দিয়েছে কেন্দ্র। সোমবার নবান্ন সাংবাদিক বৈঠক চলাকালে নিজেই এ খবর জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন,”আমাদের মুখ্যসচিবের মেয়াদ ৩ মাস বাড়ানো হয়েছে। আমপান ও কোভিডের সময় কাজ করেছেন তিনি। তাঁর অভিজ্ঞতা রয়েছে। সুতরাং, মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধিতে আমরা খুশি।”

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মুখ্য সচিব হিসেবে গত বছর অক্টোবর মাসে দায়িত্ব নেন আলাপন বন্দ্যোপাধ্যায়। এর আগের স্বরাষ্ট্র দপ্তরের সচিব ছিলেন তিনি।গত ৮ মাস ধরে মুখ্যসচিবের দায়িত্ব সামলাচ্ছেন আলাপন। ৩১ মে পর্যন্ত তাঁর কার্যকাল ছিল। উল্লেখ্য একজন আইপিএস অফিসার হিসেবে আলাপন বন্দ্যোপাধ্যায় এর চাকরির মেয়াদ ৬০ বছর বয়স অবদি। মে মাসে আলাপন বন্দ্যোপাধ্যায় ৬০-এ পা দিয়েছেন। এরপরেও তাঁকে রাজ্যের মুখ্য সচিব পদে রাখার জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠায় রাজ্য। সেই প্রস্তাবেই কেন্দ্র সম্মতি জানিয়েছে।

Related Articles

Back to top button
error: