রাজ্য
ইয়াসের মোকাবিলায় প্রস্তুত ওড়িশা সরকার
টিডিএন বাংলা ডেস্ক: দিয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ মধ্যরাতে বা আগামীকাল সকালেই বাংলা ওড়িশা সীমান্তে আছড়ে পড়বে ইয়াস। এই পরিস্থিতিতে বাংলার পাশাপাশি ইয়াসের মোকাবিলায় প্রস্তুত ওড়িশা সরকারও। ওড়িশার উদয়পুর সমুদ্র সৈকতে টুরিস্ট স্পট এলাকার ব্যবসায়ীরা ইতিমধ্যেই সমুদ্রতীর থেকে জিনিসপত্র সরিয়ে নিয়ে গেছেন। তবে এখনো যারা জিনিসপত্র সরাননি তারা শেষ মুহূর্তে কাজ করে চলেছেন। ওড়িশার প্রতিটি ব্লকে একাধিক রেসকিউ সেন্টার খুলে সেখানে সাধারণ মানুষের খাওয়ার ও থাকার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি মানুষকে সতর্ক করতে এবং নিরাপদ শেল্টারে দ্রুত চলে যাওয়ার আবেদন জানিয়ে লাগাতার জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফ থেকে মাইকিং করা হচ্ছে।