আড়িপাতা হয়নি, পেগাসাস ইস্যুতে সুপ্রিমকোর্টে জানাল কেন্দ্র

টিডিএন বাংলা ডেস্ক : ফোনে আড়িপাতাকাণ্ডে যখন তোলপাড় দেশ, তখন শীর্ষ আদালতে এই ইস্যুতে সাফাই দিল কেন্দ্র।সরকারের সাফ বক্তব্য, কারও ফোনে কান পাতা হয়নি। সোমবার সুপ্রিমকোর্টে কেন্দ্র ২ পাতার একটি এফিডেভিটও জমা দেয়। সেখানেই বিরোধীদের যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়। পাশাপাশি কেন্দ্রের বক্তব্য, পেগাসাস নিয়ে মিডিয়ার যে রিপোর্ট, তা অস্পষ্ট।রিপোর্টে কী ভুল আছে, তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠন করতে চায় সরকার। কেন্দ্রের তরফে এমনই জানালেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।
কেন্দ্রীয় তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লোকসভায় জানিয়েছিলেন, পেগাসাসকাণ্ডে বিশেষজ্ঞ প্যানেলের কথা। এদিন শীর্ষ আদালতে যে হলফনামা জমা পড়ল, তাতেও বিশেষজ্ঞ প্যানেল গঠনের কথা বলা হয়েছে। সরকারের তরফে যে কমিটি গঠনের কথা বলা হচ্ছে, তা কীভাবে কাজ করবে? এই বিষয়ে জানতে চান বিচারপতি। তিনি আরও বলেন, দুটি ইস্যু নিয়ে কাজ করতে পারে সেই কমিটি। একটি হল, সফটওয়ার ব্যবহার হয়েছে কীনা। আর দ্বিতীয় হল, অনুমোদন পাওয়া গেল কীভাবে! এর উত্তরে সলিসিটর জেনারেল জানান, সুপ্রিমকোর্টের অনুমোদন পেলে যে কমিটি তৈরি হবে, তাতে সরকারি কোনও আধিকারিক থাকবে না। নিরপেক্ষ বিশেষজ্ঞদের নিয়ে তৈরি হবে কমিটি। মঙ্গলবার অর্থাৎ আগামিকাল ফের এই মামলার শুনানি।