Highlightদেশ

সংসদের কাজকর্ম নিয়ে হতাশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

টিডিএন বাংলা ডেস্ক : সদ্য সমাপ্ত বাদল অধিবেশন নিয়ে শাসক-বিরোধী তরজা তুঙ্গে। সেই সময় এই ইস্যুতে মুখ খুললেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা। তিনি প্রশ্ন করেছেন, সংসদে বুদ্ধিজীবী বা আইনজ্ঞ সাংসদ সংখ্যার পরিমাণ নিয়েও।

স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি রামানা বলেন, “সংসদে কোনও বিল নিয়ে সঠিকভাবে বিতর্ক হচ্ছে না। আলোচনা হচ্ছে না। কোন বিল পাস হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। কীসের উদ্দেশ্যেই বা সেই আইন, তাও বোঝা যাচ্ছে না। আসলে সংসদের আইনজীবী বা বুদ্ধিজীবীরা না থাকলে এমনটাই হয়।” তিনি আরও বলেন, “আইনে অনেক অস্পষ্টতা থাকে। যার কারণে মামলা হয়। সাধারণ মানুষ অসুবিধার মধ্যে পড়েন। ঠিক তেমনই আদালত ও অন্যান্যরা ও অসুবিধার মধ্যে পড়ে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আইনে অস্পষ্টতা থাকায় আদালত ও আইন প্রণয়নের পেছনের উদ্দেশ্য সামনে আসে না।”

একই সঙ্গে প্রধান বিচারপতির সংযোজন, স্বাধীনতার পরে অনেক আইনজীবী সংসদে গিয়েছেন। যার জেরে ভালোমানের বিতর্ক হয়েছে। আইনজীবী মহলের কাছে প্রধান বিচারপতি রামানা আবেদন জানান, তারা যেন জনজীবনের নিজেদেরকে পরিবর্তন করেন। পাশাপাশি সংসদীয় বিতর্ককেও পরিবর্তন আনেন। উল্লেখ্য এবারের বর্ষাকালীন অধিবেশন বারবার মুলতুবি করে হয়ে যায়। কারণ বিরোধীরা পেগাসাস ও কৃষি আইন নিয়ে আলোচনার দাবি জানায়। কিন্তু সরকার বিরোধীদের সেই দাবি মানতে নারাজ। যার জেরে নির্দিষ্ট সময়ের আগেই অধিবেশন অনির্দিষ্ট সময়ের জন্য মুলতুবি হয়ে যায়।

Related Articles

Back to top button
error: