রাজ্য

বীর শহীদ রাজেশ ওরাং এর বোনের হাতে রাজ্য সরকারের চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী

কৌশিক সালুই, টিডিএন বাংলা, বীরভূম: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি মত রাজ্য সরকারি চাকরি নিয়োগপত্র হাতে পেলেন ভারতীয় সেনাবাহিনীর বীর শহীদ রাজেশ ওরাং এর বোন। সোমবার বীরভূমে বোলপুরে প্রশাসনিক বৈঠক মঞ্চ থেকে শহীদের বোনের হাতে এই নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এদিকে নিয়োগ পত্র হাতে পেয়ে উচ্ছ্বাসিত বোন, যদিও দাদাকে কোনদিন ফিরে না পাওয়ার যন্ত্রনা প্রতিনিয়ত কুড়ে খাচ্ছে তাদের।
লাদাখের গালওয়ান ভ্যালিতে মাতৃভূমিকে রক্ষা করতে গিয়ে শহীদ হন বীরভূমের মহম্মদ বাজার থানার বেলগড়িয়া গ্রামের যুবক সেনা জওয়ান রাজেশ ওরাং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ পরিবারের এক সদস্য কে রাজ্য সরকারের চাকরি প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেইমতো এদিন শহীদের বোন শকুন্তলা ওরাং হাতে নিয়োগপত্র তুলে দেন। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর এর গ্রুপ- সি পদে করা হয়েছে। যদিও রাজ্য সরকার ১০ লক্ষ টাকা আর্থিক অনুদান আগেই দিয়েছিল। শহীদের বাড়িতে গিয়ে সেই আর্থিক সাহায্যের চেক দিয়ে আসা হয়েছিল। শকুন্তলা ওরাং বলেন,” দাদা তো চলে গেছে তাকে তো আর কোনদিন ফিরে পাব না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানাই প্রতিশ্রুতি মত আমাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন উনি”।

Related Articles

Back to top button
error: