বুধবারই প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, সাংবাদিক সম্মেলনে জানালেন মুখ্যমন্ত্রী

টিডিএন বাংলা ডেস্ক: আগামীকাল বুধবারই প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। আজ এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি আগেই বলেছিলাম ১৬ হাজার ৫০০ শূন্যপদে নিয়োগ হবে। আগামিকাল আমাদের প্রাথমিক শিক্ষা বোর্ড প্রাথমিক শিক্ষকদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করবে। নিয়োগের জন্য ১০ থেকে ১৭ জানুয়ারি ইন্টারভিউ হবে। যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগের প্যানেলও তৈরি হয়ে যাবে। তৃতীয় টেট পরীক্ষাও ৩১ জানুয়ারি নাগাদ অফলাইনে হবে।