টিডিএন বাংলা ডেস্ক: কর্নাটকে আজ থেকে সমস্ত বিভাগের ছাত্র ছাত্রীদের জন্য কলেজ খুলে দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির কারণে বিগত ১০ মাস ধরে সমস্ত স্কুল-কলেজ বন্ধ ছিল। এর আগে ১ জানুয়ারি দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য স্কুল এবং প্রি-ইউনিভার্সিটি কলেজ খোলা হয়েছিল।
আজ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ছাড়াও ইঞ্জিনীরিং এবং ডিপ্লোমা কোর্সের ছাত্র-ছাত্রীদের জন্য কলেজ খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা অফলাইন মোডে নেওয়া হবে বলেও জানানো হয়েছে।কলেজের পাশাপাশি ছাত্র দের জন্য ছাত্রাবাস এবং যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা চালু করা হয়েছে। তবে এ প্রসঙ্গে বিশেষ নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। সমস্ত ছাত্র-ছাত্রীদের এবং শিক্ষক-শিক্ষিকা সহ অন্যান্য সদস্যদের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বিধি বজায় রাখার কথা বলা হয়েছে এই গাইডলাইনে।