HighlightNewsদেশ

কৃষক আন্দোলনের পেছনে কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে; মন্তব্য হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের

টিডিএন বাংলা ডেস্ক: হরিয়ানার কারনালে মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের আহবানে বিজেপির আয়োজিত কৃষক মহা পঞ্চায়েত সভায় প্রতিবাদী কৃষকদের ভাংচুরের কারণে সভা বাতিল করতে হয়। এরপর একটি সাংবাদিক সম্মেলনে এই ঘটনার জন্য ভারতীয় কৃষক ইউনিয়নের নেতা গুরনাম সিংকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। শুধু তাই নয়, কৃষক আন্দোলনের পেছনে কংগ্রেস এবং কমিউনিস্ট দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিন একটি সাংবাদিক সম্মেলন করে মনোহর লাল খট্টর বলেন,”যদি আমার এই ঘটনার জন্য কাউকে দায়ী করতে হয়, তাহলে গুরনাম সিং চরুনীর একটি ভিডিও পরশু থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে যেখানে তিনি মানুষদের উস্কিয়ে দেওয়ার চেষ্টা করছেন।”

হরিয়ানার মুখ্যমন্ত্রী বিরোধী দল কংগ্রেসকে আক্রমণ করে বলেন, তিনি আজ যে বার্তা দিতে চেয়ে ছিলেন, আজকের ঘটনা তার থেকেও বড় বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছে। কৃষকদের এমন স্বভাব হয়না। এই লোকেরা কৃষকদের বদনাম করছেন। একজন কৃষক অল্প শিক্ষিত হতে পারেন কিন্তু তিনি বুদ্ধিমান হন। এরা প্রকাশ্যে আসছে। আমার মনে হয় এই আন্দোলনের পেছনে কংগ্রেস এবং কমিউনিস্ট দলের প্রধান ভূমিকা রয়েছে।

তিনি আরো বলেন,”আমাদের দেশে একটি শক্তিশালী গণতন্ত্র রয়েছে যেখানে, সকলের মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আমরা ওই কথিত কৃষক এবং নেতাদের মন্তব্যে কোন বাধা দিইনি। তাদের আন্দোলন চলছে। করোনার পরিস্থিতি থাকা সত্ত্বেও আমরা ওদের জন্য ব্যবস্থা করেছি।”

মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর আরো বলেন,”যারা কিছু বলতে চান, তাতে বাধা দেওয়ার সঠিক নয়। আমি মনে করি না যে মানুষ ডঃ বি আর আম্বেদকরের বিধান লংঘন করা বরদাস্ত করবে। ১৯৭৫ সালে কংগ্রেস গণতন্ত্র শেষ করে দেওয়ার প্রচেষ্টা করেছিল। সেই সময় মানুষ তাদের নিন্দনীয় ভূমিকা বুঝতে পারে এবং তাদের ক্ষমতা থেকে অপসারিত করে দেয়।”

 

Related Articles

Back to top button
error: