কংগ্রেস ও বামপন্থী দল একসাথে তৃতীয় বিকল্প তৈরি করে ক্ষমতায় আসবে, দাবি অধীর চৌধুরীর
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: কংগ্রেস ও বামপন্থী দল একসাথে তৃতীয় বিকল্প তৈরি করে ক্ষমতায় আসবে। শনিবার এমনটাই দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “সারা রাজ্য জুড়ে বিদ্যুতের ও জিনিসপত্রের দাম হুহু করে বেড়ে চলেছে, মধ্যবৃত্ত, নিম্নবৃত্ত মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গে শিল্প নেই, বেকারত্ব বাড়ছে – তা নিয়ে এখানকার সরকারের কোনো মাথা ব্যথা নেই। উনিশ বছরের একটা মেয়েকে ধর্ষণ করে তার জিভ কেটে খুন করা হল, সেখানকার পুলিশ রাতের অন্ধকারে তার মৃতদেহ সৎকার করে দিল। মানুষ মুক্তি চাইছে। কারণ – এ বাংলার মানুষ ‘হাথরাস’ মডেল চায় না। কাটমানির মডেল এ বাংলার মানুষ পছন্দ করছে না। রাজ্য সরকার দিদির জয়ধ্বনি দেয়, কেন্দ্র সরকার মোদির জয়ধ্বনি দেয়। দিদি আর মোদির জয়ধ্বনির মাঝখানে দাঁড়িয়ে বাংলার কোটি কোটি মানুষের দুরবস্থার কথা কেউ শুনতে পাচ্ছে না, তাই তাদের কথা বলার জন্যেই আমরা রাস্তায় নেমেছি। আগামী কয়েক মাসের মধ্যে এই পশ্চিমবঙ্গে কংগ্রেস প্রথম দল হিসেবে আবির্ভূত হবে। কংগ্রেস এবং বামপন্থী দল আমরা মিলে মিশে তৃতীয় বিকল্প তৈরি করবো। এই তৃতীয় বিকল্প আগামীদিনে ক্ষমতায় আসবে।”