HighlightNewsদেশ

বিজেপি সরকারের বিরুদ্ধে ভোটের মুখে জঙ্গিদের ১৬.৬৩ কোটি টাকা দেওয়ার অভিযোগ কংগ্রেসের

টিডিএন বাংলা ডেস্ক : মণিপুরের বিজেপি সরকার নির্বাচনে জিততে জঙ্গিদের হাতে ১৬.৬৩ কোটি টাকা তুলে দিয়েছেন। আর সেই দুই দফার টাকাই মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার- এমনই অভিযোগ করলেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। তিনি অভিযোগ করেছেন, এই অর্থ প্রদানের ফলে ওই সব নিষিদ্ধ জঙ্গি সংগঠন গুলো বিজেপির হয়ে কাজ করছে। তারা ভোটারদের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

এদিন তিনি অভিযোগ করে বলেন, “ভোটের মুখে দুই দফায় জঙ্গিদের এই বিপুল পরিমাণ টাকা দেওয়া ও জঙ্গিদের তরফে সরাসরি বিজেপিকে ভোট দেওয়ার হুমকি প্রমাণ করে মণিপুরে ভোট কোনও ভাবেই স্বচ্ছ ও নিরপেক্ষ হয়নি। দ্বিতীয় দফায় টেংনৌপাল ও চান্ডেল জেলায় ভোট আছে। বোঝাই যাচ্ছে সেই ভোটেও ভোটাররা নির্ভয়ে নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারবেন না।”

জয়রাম কিছু প্রমাণপত্র হাতে নিয়ে বলেন, “রাজ্যের সরকারি কর্মীরা যখন দু’মাস বেতন পাচ্ছেন না, মিড ডে মিল কর্মীরা ১৮ মাস বেতনহীন, তখনই জঙ্গিদের মধ্যে দেদার টাকা বিলি করে বিজেপি ডাবল ইঞ্জিনের সরকার ক্ষমতা ধরে রাখার মরিয়া প্রয়াস চালাচ্ছে।”

কংগ্রেস-সহ চার বিরোধী দলের দাবি, বিজেপি নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বুথ দখল, ইভিএম ভাঙচুর করেছে‌‌। এই কারণে তারা মণিপুরে ২৩টি বুথে পুনর্নির্বাচন করার দাবি জানিয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন সেই দাবি নাকচ করে চূড়াচাঁদপুর ও পূর্ব ইম্ফল জেলার ১২টি বুথে শনিবার পুনর্ভোট করার ঘোষণা করেছে।

Related Articles

Back to top button
error: