টিডিএন বাংলা ডেস্ক: কয়েক সপ্তাহের মধ্যেই আমেরিকায় আসবে করোনার ভ্যাকসিন। ডেমোক্রেটিক পদপ্রার্থী জো বিডেনের সঙ্গে বিতর্কসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই আশ্বাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প জানান, অ্যামেরিকা প্রশাসন ভ্যাকসিন নিয়ে তৈরি। কয়েক সপ্তাহের মধ্যেই আমরা ভ্যাকসিন পেয়ে যাব। শীঘ্রই এই সংক্রান্ত ঘোষণা হবে। ভ্যাকসিনের অনুমোদন পাওয়ার পর সেনাকে দিয়ে তা বিতরণ করা হবে বলে।