রাহুলকে নির্বাচনী প্রচারে বাঁধা? হেলিকপ্টার নামার অনুমতি দিলো না নীতিশ সরকার

টিডিএন বাংলা ডেস্ক: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে নির্বাচনী প্রচারে বাঁধা নীতিশ সরকারের। শুক্রবার বিহারের পুর্ণিয়ায় যাওয়ার কথা ছিল ওই কংগ্রেস নেতার। কিন্তু বিহারের মাটিতে কংগ্রেস সাংসদের হেলিকপ্টার নামতে দিতে অনুমতি দিল দেয় জেডিইউ–বিজেপি জোট সরকার। এমনটাই খবর সংবাদ মাধ্যম সূত্রে। যুব কংগ্রেসের সভাপতি শ্রীনিবাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে বলেছেন, ‘সূত্রের খবর অনুযায়ী, ‌বিহারের পূর্ণিয়ায় রাহুল গান্ধীর চপার নামতে দেওয়ার অনুমতি দেয়নি সরকার। আপনি কি ভয় পেলেন, মোদিজি?‌’‌