দেশ

কুলভূষণ যাদবের মৃত্যুর শাস্তি নিয়ে পর্যালোচনা করা হবে; পাকিস্তানের জাতীয় সংসদে এই সংক্রান্ত বিল পাস করা হয়েছে

টিডিএন বাংলা ডেস্ক: পাকিস্তানের জাতীয় পরিষদের আইন ও বিচার সম্পর্কিত স্থায়ী কমিটি একটি বিল অনুমোদন করেছে যা ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবকে পাকিস্তানের সামরিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের শাস্তি পর্যালোচনা করবে। 

বিরোধীদের তীব্র বিরোধ সত্ত্বেও বুধবার আইন ও বিচার সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটি দ্বারা ‘আন্তর্জাতিক আদালত বিচারপতি (সমীক্ষা ও পর্যালোচনা) অধ্যাদেশ’ শীর্ষক খসড়া বিলে আলোচনা করার অনুমোদন দেওয়া হয়। বুধবার কমিটির বিতর্কে অংশগ্রহণ করে পাকিস্তানের বিচার ও আইনমন্ত্রী ফারুক নাসিম বলেন, এই বিল আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের নির্দেশনা মেনে নিয়ে আসা হয়েছে। এমনকি তিনি হুঁশিয়ারি দেন যে, সংসদ যদি বিলটি অনুমোদন না করে তবে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের সিদ্ধান্ত না মানায় পাকিস্তান নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে।

প্রসঙ্গত, ২০১৬ সালে বালুচিস্তান থেকে কুলভূষণ যাদবকে গ্রেফতার করে পাকিস্তান। পাকিস্তান দাবি করে যে কূলভূষণ ভারতীয় গোয়েন্দা সংস্থার গুপ্তচর। কিন্তু ভারতের পক্ষ থেকে দাবি করা হয় কূলভূষণ বালুচিস্তানে ব্যবসা করতেন। যাকে, পাকিস্তান ইরান থেকে অপহরণ করে নিয়ে গেছে। ২০১৭ সালে পাকিস্তানে সামরিক আদালত যাদবকে মৃত্যুদন্ড দেয়। ওই রায়কে চ্যালেঞ্জ করে ভারত আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়। সেখানে পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত পাকিস্তানের সামরিক আদালতের দেওয়া সাজা কার্যকর করার বিষয়টি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Related Articles

Back to top button
error: