দেশ

বিহার, তামিলনাড়ুর পর এবার মধ্যপ্রদেশে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়া হবে রাজ্যবাসীকে

টিডিএন বাংলা ডেস্ক: প্রথমে বিহারের নির্বাচনী লড়াইয়ে বিজেপির পক্ষথেকে প্রকাশকরা ইশতেহারে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়ার কথা বলা হয়। এরপর তামিলনাড়ু সরকারের পক্ষ থেকেও রাজ্যবাসীকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করা হয়। এবার মধ্যপ্রদেশের উপনির্বাচনের আগে রাজ্যের প্রতিটি মানুষকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এ প্রসঙ্গে একটি টুইট করে মুখ্যমন্ত্রী বলেন,”যবে থেকে দেশে #কোভিড ১৯ ভ্যাকসিনের ট্রায়াল’ শুরু হয়েছে, দেশের গরিবদের মধ্যে আলোচনা শুরু হয়েছে যে, “আমরা কি এই খরচ বহন করতে পারব?” আজ আমি এটা স্পষ্ট করে দিতে চাই যে, মধ্যপ্রদেশের প্রত্যেক গরিব রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। আমরা এই যুদ্ধে বিজয়ী লাভ করব।”

Related Articles

Back to top button
error: