দেশ

শুধু মুসলিমরা নন, গোটা সমাজ ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার হুমকির সম্মুখীন; দাবি মাওলানা আরশাদ মাদানীর

টিডিএন বাংলা ডেস্ক: শুধুমাত্র মুসলিমরা নন ভারতের গোটা সমাজ ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার হুমকির সম্মুখীন হয়েছে। এমনটাই দাবি করলেন জামিয়তে উলামা হিন্দের সর্বভারতীয় সভাপতি তথা দারুল উলুম দেওবন্দের অধ্যক্ষ মাওলানা সৈয়দ আরশাদ মাদানী। বৃহস্পতিবার একটি প্রেস বিবৃতিতে জারি করে মাওলানা বলেন, স্বাধীনতা পরবর্তীকালের পরিস্থিতি অনুযায়ী ভারতের বর্তমান পরিস্থিতি সবথেকে খারাপ অবস্থায় রয়েছে।

এ প্রসঙ্গে তিনি বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে ভারতের পরিস্থিতির কথা উল্লেখ করেন। শুধু তাই নয় মহাত্মা গান্ধীর অহিংসা নীতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে ভারত আন্তর্জাতিক মহলে সর্বদা প্রশংসা কুড়িয়ে এসেছে তাও বলেন তিনি। তবে তাঁর অভিযোগ, বেশ কয়েক বছর ধরে ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্ব নষ্ট করার প্রচেষ্টা করা হচ্ছে। তার দাবি বর্তমান ভারতে সংখ্যালঘু, দলিল এবং মুসলিমরা নিশানার বিষয় হয়ে উঠেছেন এবং সর্বদা আতঙ্কিত হয়ে থাকতে বাধ্য হন। এ প্রসঙ্গে তিনি সাম্প্রদায়িক শক্তি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকারের লড়াই করার দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন।

তাঁর অভিযোগ গেরুয়া বাহিনী দেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবার সহযোগিতায় সবার বিকাশের কথা বলছেন (সবকা সাথ সবকা বিকাশ), আর অপরদিকে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টিকারী শক্তিগুলির বিরুদ্ধে কোন মন্তব্য করছেন না। তাঁর অভিযোগ এইজন্যই আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে মসজিদে, এমনকি কেড়ে নেওয়া হচ্ছে কবরস্থান। তবুও নিজের দেশের ঐক্য বজায় রাখতে নিজেদেরকে উৎসর্গ করে বেঁচে থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি।

Related Articles

Back to top button
error: