HighlightNewsদেশ

‘দেশ তোমার সঙ্গে আছে’, শাহরুখকে চিঠি রাহুল গান্ধী

টিডিএন বাংলা ডেস্কঃ মাদক কাণ্ডে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে গ্রেপ্তার করেছিল NCB। তবে এই গ্রেপ্তারির পিছনে অনেকেই ষড়যন্ত্রের তত্ত্ব সামনে এনেছেন। কিং খানের ভক্তদের মতে, রয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র। প্রমোদতরীতে মাদক কাণ্ডে প্রায় এক মাস জেলে থাকতে হয়েছে শাহরুখ-তনয় আরিয়ান খানকে। এই সময় খান পরিবারের পাশে দাঁড়িয়েছেন কিং খান ভক্তরা। শাহরুখের পাশে থাকার বার্তা দিয়েছিলেন সলমন খান, হৃতিক রোশন, কর্ণ জোহররা। শেষ পর্যন্ত আরিয়ান জামিন পেয়েছেন। দীপাবলির আগেই ফিরেছেন ‘মন্নত’-এ। এ বার প্রকাশ্যে এল, ওই কঠিন সময়ে শাহরুখ পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গাঁধীর চিঠি।

আরিয়ানের কাছে থেকে উদ্ধার হয়নি ড্রাগস, তবুও আইনের বেড়াজালে প্রায় এক মাস জেলবন্দি ছিলেন শাহরুখ পুত্র, আরিয়ান খান। দিওয়ালির আগেই জামিনে ছাড়া পেয়ে ঘরে ফিরেছেন শাহরুখ পুত্র। এই কঠিন সময়ে অনেকেই শাহরুখ-গৌরীর সমালোচনায় মুখর হয়েছেন। তারকা সঠিকভাবে মানুষ করতে পারেননি ছেলেকে, এমন কটাক্ষে বিদ্ধ হতে হয়েছে শাহরুখ খানকে।

কয়েকদিন আগে আরিয়ানের গ্রেপ্তারি নিয়ে প্রকাশ্যেই সরব হয়েছেন কংগ্রেসের দুই জোটসঙ্গী এনসিপি এবং শিব সেনা। মহারাষ্ট্র সরকারের মন্ত্রী নবাব মালিক বারবারই আরিয়ানের গ্রেপ্তারির নেপথ্যে প্রশ্ন তুলেছেন এনসিপি কর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে। তবে প্রকাশ্যে না হলেও রাহুল গান্ধী SRK-র পাশে দাঁড়িয়েছেন। শাহরুখ এবং গৌরী খানকে চিঠি লিখে তিনি জানিয়েছেন, ‘গোটা দেশ আপনার পাশে আছে।’

আরিয়ান তখন আর্থার রোড জেলে বন্দি। গত ১৪ অক্টোবর ‘মন্নত’-এ পৌঁছয় রাহুলের বার্তা। চিঠিতে লেখা রয়েছে, ‘আরিয়ানের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে, তাতে দুঃখিত। কোনও বাচ্চার সঙ্গেই এই ধরনের আচরণ করা উচিত নয়। আমি দেখেছি আপনি কীভাবে মানুষের উপকার করেন। আমি নিশ্চিত তাঁদের প্রার্থনা আপনার সঙ্গে আছে। গোটা দেশ আপনাদের পাশে আছে।’

রাহুল আরও লেখেন, ‘আমি জানি আপনি খুব দরদীমানুষ এবং নিজের মাহাত্ম্যে সারা দেশে আপনার নাম-যশ ছড়িয়ে রয়েছে। সেইজন্যই সকলে আপনার পাশে রয়েছে’। যদিও এই চিঠির ব্যাপারে প্রকাশ্যে কিছু মন্তব্য করতে চাননি কংগ্রেস মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা। তাঁর কথায়, ‘এই সম্পর্কে আমার কোনও বক্তব্য নেই। যদি এই ধরণের কোনও চিঠি রাহুলজি পাঠিয়েও থাকেন সেটি একান্ত ব্যক্তিগত পরিসরে এবং সেটি গোপন থাকাই কাম্য’।

তবে রাহুল সুপারস্টারের খারাপ সময় যে তার পাশে ছিলেন তা এই চিঠিতে স্পষ্ট। ২২ দিন আর্থার রোড জেলে কাটানোর পর গত শনিবার মন্নতে ফিরেছেন আরিয়ান। ম্যাজিস্ট্রেট কোর্ট ও সেশন কোর্ট মাদককাণ্ডে আরিয়ানের জামিনের আর্জি খারিজ করেছিল। বম্বে হাইকোর্টে স্বস্তি পেয়েছেন তারকা পুত্র। ২৮শে অক্টোবর বম্বে হাইকোর্ট আরিয়ানের জামিন মঞ্জুর করে।

তবে আইনি বন্দিদশা ঘুচলেও আপাতত চার দেওয়ালের ঘেরাটোপেই দিন কাটবে শাহরুখ তনয়ের। কারণ তাকে ঘিরে রয়েছে নিয়মকানুনের বেড়াজাল। তাই এখন বেশ কিছু দিন আরিয়ান মান্নাতের বাইরে পা রাখবেন না বলে জানিয়েছেন শাহরুখের সহকারী পূজা দাদলানি।

Related Articles

Back to top button
error: