HighlightNewsদেশ

দু’বছরের মধ্যে টোল প্লাজা মুক্ত হবে দেশ; দাবি কেন্দ্রীয় সড়ক, পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নীতিন গড়কড়ির

টিডিএন বাংলা ডেস্ক: আর মাত্র দু’বছরের মধ্যেই সম্পূর্ণভাবে টোলপ্লাজা মুক্ত হয়ে যাবে দেশের সমস্ত রাস্তাগুলি। এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় সড়ক, পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নীতিন গড়কড়ি।শুধু তাই নয় টোলপ্লাজা গুলি থেকে বর্তমানে সরকারের যা আয় হয় তার থেকে অনেক বেশি আয় হবে বলেও দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। টোল প্লাজার পরিবর্তে জিপিএস ইলেকট্রনিক পদ্ধতির মাধ্যমে টোল চার্জ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। একটি রাশিয়ান কোম্পানির সহায়তায় এই পুরো বিষয়টিকে বাস্তবায়িত করা হবে।

সম্প্রতি অ্যাসোচেমের এক বণিকসভায় কেন্দ্রীয় সড়ক, পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নীতিন গড়কড়ি জানান, টোল প্লাজার পরিবর্তে এক রাশিয়ান সংস্থার পন্থায় জিপিএস ইলেকট্রনিক ব্যবস্থার মাধ্যমে সরাসরি চালকদের ব্যাংক একাউন্ট থেকে কেটে নেওয়া হবে টোল চার্জ। গাড়ি কতদূর যাবে, কোন রুটে যাবে সেই সমস্ত তথ্যের ওপর ভিত্তি করেই বসানো হবে টোল চার্জ। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি নতুন এই পদ্ধতি চালু হলে আগামী পাঁচ বছরের মধ্যে পথ কর হিসেবে সরকার প্রায় ১ লক্ষ ৩৪ হাজার কোটি টাকা আদায় করতে পারবে। তবে টোলপ্লাজায় কর্মরত মানুষদের ভবিষ্যৎ সম্পর্কে কোনো মন্তব্য করেননি কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি।

 

 

Related Articles

Back to top button
error: