Highlightরাজ্য

বিজেপির-র হারের পরদিনই সর্বনিম্ন ট্রেনের ভাড়া হল ৩০ টাকা! বিভ্রান্তি অ্যাপে

নিজস্ব সংবাদাদাতা, টিডিএন বাংলা, কলকাতা : হুট করেই লোকাল ট্রেনের টিকিটের দাম বেড়ে কয়েকগুণ। সোমবার সকাল থেকে এমনই গুজব ছড়াল ফেসবুকে। সৌজন্য Where Is My Train নামে একটি অ্যাপ। রাজ্য বিধানসভা ভোটে বিজেপির হারের পর দিন ৫ টাকার টিকিটের দাম ৩০ টাকা দেখানোয় সোশ্যাল মিডিয়ায় স্ক্রিনশট পোস্ট করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অনেকে। অনেকেই তাদের ফেসবুক ওয়ালে লেখেন যে, বাংলায় বিজেপির হারের ফলেই একাজ করেছে কেন্দ্রীয় সরকার।

এদিন সকালে Where is my train অ্যাপটি খুললে দেখা যায় ৫ টাকার টিকিটের দাম দেখাচ্ছে ৩০ টাকা। শিয়ালদাহ থেকে রানাঘাট স্টেশনের ভাড়া ২০ টাকা টিকিটের দাম দেখাচ্ছে ৪৫ টাকা। এক ধাক্কায় ট্রেনের টিকিটের এই দামবৃদ্ধি দেখে মাথায় বাজ পড়ে অনেকের।

ভারতীয় রেলের টিকিটিং অ্যাপ UTS-এ গিয়ে অবশ্য ভ্রান্তি দূর হয় দেখা যায়, টিকিটের সাধারণ ভাড়া যা ছিল তাই আছে। কোন টিকিটের দামের হেরফের ঘটেনি।

Related Articles

Back to top button
error: