HighlightNewsরাজ্য

কর্মসংস্থানের দাবীতে যে কোন আন্দোলনকারীর মৃত্যুই দুঃখের: এসআইও

টিডিএন বাংলা ডেস্ক: চলতি মাসের ১১ তারিখ কর্মসংস্থানের দাবীতে বাম ছাত্র-যুব সংগঠন নবান্ন অভিযান করে। ওই আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন বাঁকুড়া জেলার কোতলপুরের যুবক মইদুল মিদ্যা। পুলিশের লাঠির আঘাতে গুরুতরভাবে আহত হন তিনি। কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়। এদিন একটি সাংবাদিক সম্মেলন করে এই ঘটনায় পুলিশের ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছে স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ শাখা। পাশাপাশি মইদুল মিদ্যার মৃত্যুকে দুঃখজনক বলে আখ্যায়িত করে।

স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার রাজ্য সভাপতি সাবির আহমেদ বলেন, “কর্মসংস্থানের দাবীতে যে কোন আন্দোলনকারীর মৃত্যুই দুঃখের।” তিনি এই ঘটনাকে ধিক্কার জানিয়ে বলেন, “গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার সমস্ত সংগঠনেরই আছে। কিন্তু সেই আন্দোলনে পুলিশের দমন পীড়ন ন্যাক্কারজনক ঘটনা।”

নিহতের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে সাবির আহমেদ বলেন, “অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।” সেই সঙ্গে তিনি সংসারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি নিহত মইদুল মিদ্যার স্ত্রীকে আর্থিক সহযোগিতা এবং সরকারি চাকরি দেওয়ারও দাবী জানান।

Related Articles

Back to top button
error: