নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: প্রতিমা বিসর্জন করতে গিয়ে বিলে নৌকা ডুবে মৃত্যু বেড়ে হলো হলো পাঁচজনলনে। সোমবার সন্ধের এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানা এলাকায়। মৃত ব্যক্তিদের দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, দশমীর দিনে বেলডাঙা পুর এলাকার হাজরা পরিবারের ওই প্রতিমাটি ডুমুড়ি দহ বিলে প্রতিমা বিসর্জনের সময় অতিরিক্ত যাত্রী থাকায় নৌকাটি উলটে যায়। যাত্রীরা ভাসতে থাকলেও প্রতিমার নীচে চাপা পড়ে যান বেশ কয়েকজন। আর তাতেই মৃত্যু হয় তাদের। মৃতরা হলেন সুখেন্দু দে (২১), রোহন পাল (২৩), অরিন্দম বন্দ্যোপাধ্যায় (২০), সোমনাথ বন্দ্যোপাধ্যায় (২২) ও নিপ্পন হাজরা বন্দ্যোপাধ্যায় (৩৫)।