রাজ্য

রাজনীতিতে সত্যিকারের করোনা বিজেপি, কটাক্ষ ফিরহাদ হাকিমের

টিডিএন বাংলা ডেস্ক: রাজনীতিতে সত্যিকারের করোনা বিজেপি। বিজয়া দশমীর দিনে ঠিক এভাবেই ভারতীয় জনতা পার্টিকে কটাক্ষ করলেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক ফিরহাদ হাকিম। তিনি বলেন, রাজনীতিতে সত্যিকারের করোনা হল বিজেপি। এ যত তাড়াতাড়ি শেষ হয়, ততই বাংলার মঙ্গল। মা দুর্গার কাছে অসুর যেমন থাকে, মা দুর্গা অশুভ শক্তিকে যেমন বধ করে, ঠিক সেইভাবে একদিন করোনা বধ হবে। এদিন দেবী দুর্গার কাছে করোনা বধের মতোই বাংলা থেকে বিজেপিকে তাড়ানোর আহবান জানান তিনি। বিজেপির অস্ত্র পুজো নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ফিরহাদ হাকিম।

Related Articles

Back to top button
error: