টিডিএন বাংলা ডেস্ক: কয়লা কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ রায়কে ৩ বছরের কারাদণ্ড দিল বিশেষ সিবিআই আদালত। ১৯৯৯ সালে ঝাড়খণ্ডের গিরিডির একটি কয়লা খাদান বন্টনে অনিয়মের অভিযোগেই এই রায় দেয় আদালত। বিশেষ সিবিআই আদালতের বিচারক ভরত পরাশর অভিযুক্ত বিজেপি নেতাকে তিন বছর কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ টাকা জরিমানাও করেন।