নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মালদা: মালদার সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণকাণ্ডে মৃত্যু হলো আরো একজনের। কারখানার মালিক আবু সায়ীদকে কলকাতায় নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়েছে। ফলে ঘটনায় মৃত বেড়ে হল ছয়। এদিকে ঘটনাস্থলে আসছে ফরেন্সিক দল। পাশাপাশি ইতিমধ্যেই ঘটনাস্থলে আসে এসটিএফের একটি প্রতিনিধি দল। তারা সংগ্রহ করেছে বেশ কিছু নমুনা। অন্যদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিভিশনাল কমিশনার সৈয়দ আহন্মেদ বাবা। তিনি জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে।