দেশ
৭৬ জন নিখোঁজ শিশু উদ্ধার, নিয়মের বাইরে পদোন্নতি করা হলো দিল্লি পুলিশের হেড কনস্টেবল সীমা ধাকার
টিডিএন বাংলা ডেস্ক: মাত্র ৬০ দিনে ৭৬ জন নিখোঁজ শিশু উদ্ধার। নিয়মের বাইরে পদোন্নতি করা হলো দিল্লি পুলিশের হেড কনস্টেবল সীমা ধাকাকে। সীমা ধাকাই দিল্লি পুলিশের প্রথম সদস্য যাকে নিয়মের বাইরে এসে কর্মকর্তা পদে উন্নীত করা হলো। সম্প্রতি দিল্লির পুলিশ কমিশনার এসএন শ্রীবাস্তব তার পদোন্নতির ঘোষণা করেন।
সীমা ধাকা বলেন, তিনি ছোটবেলা থেকেই পুলিশ বাহিনীতে যোগ দিতে চাইতেন এবং ২০০৬ সালে দিল্লি পুলিশে যোগদান করে সেই স্বপ্নপূরণ হয়। আমার কাজের জন্য যে পুরস্কার এবং স্বীকৃতি পেয়েছি তাতে আমি খুশি এবং সন্তুষ্ট। যদিও এটা তাড়াতাড়ি হেড কনস্টেবল থেকে পদোন্নতি পেয়ে পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শক হয়ে উঠবেন তা কল্পনাও করেননি তিনি।