আদিবাসী পুরোহিতদেরও ভাতা দেওয়ার সিদ্ধান্ত, দ্বিতীয় দফায় তালিকা তৈরির নির্দেশ

টিডিএন বাংলা ডেস্ক: এবার আদিবাসী পুরোহিতদেরও ভাতা দেওয়ার সিদ্ধান্ত।
দ্বিতীয় দফায় তালিকা তৈরি করতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছে নবান্ন। এমনটাই খবর সংবাদমাধ্যম সূত্রে। উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর নবান্নে সনাতনী দরিদ্র ব্রাহ্মণ পূজারীদের জন্য ভাতা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তারপরেই এবার আদিবাসী পুরোহিতদেরও ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। যদিও ভাতা প্রদানের বিষয় নিয়ে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে। হাইকোর্টে দায়ের হয়েছে মামলাও।