গণকবর আবিষ্কারের জের এবার কানাডায় ভেঙে ফেলা হলো ব্রিটিশ রানীদের ভাস্কর্য

বিক্ষোভকারীরা রানীর ভাস্কর্য ঘিরে উল্লাস করছে। ছবি: রয়টার্স

টিডিএন বাংলা ডেস্ক: গত কয়েকদিনের মধ্যে কানাডায় ক্যাথলিক চার্চের অধীনে পরিচালিত বন্ধ হয়ে যাওয়া বেশ কয়েকটি আবাসিক স্কুলে শিশুদের গণকবরের সন্ধান পাওয়া গিয়েছে। এর ফলে কানাডাতে শুরু হয়েছে ব্যাপক জনঅসন্তোষ। বিক্ষুব্ধ জনতা বেশকিছু ক্যাথলিক চার্চে আগুন ধরিয়ে দিয়েছে। এমনকি এবারের জাতীয় দিবস পালন বন্ধ রাখার আবেদন করেছিল কানাডার এক শ্রেণীর মানুষ। এবার তারই জের ধরে কানাডায় স্থাপিত ব্রিটিশ রানী এলিজাবেথ ও ভিক্টোরিয়ার মূর্তি ভেঙে ফেলা হলো। এমনকি সেখানে অনেককে নাচতে ও মূর্তিতে পদাঘাত করতে দেখা গিয়েছে। উল্লেখ্য যে, এক সময় কানাডা ছিল একটি ব্রিটিশ উপনিবেশ।

এখনও ব্রিটিশ রানী আনুষ্ঠানিকভাবে কানাডার রানী। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে ক্যাথলিক চার্চ এর অধীনে এই সমস্ত আবাসিক স্কুল গুলি পরিচালনা করা হতো। অভিযোগ ব্রিটিশরা জোর করে কানাডার আদিবাসী শিশুদের তাদের পরিবার থেকে আলাদা করে এই সমস্ত স্কুলে রেখে দিত। সেখানে তাদের উপরে শারীরিক ও যৌন অত্যাচার চলত। অবশেষে তাদেরকে হত্যা করে কবর দেওয়ার অভিযোগ ওঠে। এই ঐতিহাসিক কারণে কানাডিয়ানরা এ সমস্ত গনহত্যার জন্য ব্রিটিশদের দায়ী করে ব্রিটিশ নারীদের মূর্তি ভেঙে ফেলছে। ব্রিটিশ রানী এলিজাবেথ ও ভিক্টোরিয়ার ভাস্কর্য মূর্তি ভেঙে ফেলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইংল্যান্ড।