HighlightNewsরাজ্যশিক্ষা ও স্বাস্থ্য

ছাত্র আন্দোলনের চাপে হিন্দু হস্টেল খুলে দেওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর

টিডিএন বাংলা ডেস্ক : হস্টেল খুলে দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। দীর্ঘ ছাত্র আন্দোলনের কাছে অবশেষে নতীস্বীকার করলো শিক্ষা দপ্তর। অবিলম্বে হস্টেল খোলার নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সূত্রের খবর, বিষয়টি নিয়ে বৃহস্পতিবার প্রেসিডেন্সির উপাচার্য অনুরাধা লোহিয়ার সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী।

সূত্রের খবর, শিক্ষামন্ত্রী ব্রাত্যবসুর কাছে হস্টেলের সুপার এবং সহ-সুপার পদের জন্য শিক্ষকদের থেকে আবেদন চাওয়া হলেও পড়ুয়াদের আচরণে কেউই দায়িত্ব নিতে রাজি হচ্ছেন না বলে উপাচার্য এ দিন অভিযোগ করেন। উপাচার্য আরও জানান, হস্টেলের যে ওয়ার্ডগুলির মেরামত বাকি, তা যত দ্রুত সম্ভব সারানোর দাবি ছাত্রেরা করছেন। যা দ্রুত করা সম্ভব নয়। উপাচার্যের সব কথা শোনার পর শিক্ষামন্ত্রী দ্রুত হস্টেল খোলার নির্দেশ দেন।

উল্লেখ্য যে, কোভিড পরিস্থিতির কারণে বন্ধ করে দেওয়া হয় হস্টেলগুলি। বাড়ি ফিরে যায় ছাত্রছাত্রীরা। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো পর্যন্ত হোস্টেল খুলছেন না বলে অভিযোগ জানান সেখানকার আবাসিক ছাত্রছাত্রীরা। এর ফলে তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এই অবস্থায় হস্টেল খোলার দাবিতে প্রেসিডেন্সির ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করে। দাবি না মানায় তারা কার্যত হস্টেল দখল করে ফেলে। তারপরেই হোস্টেল খোলার নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অন‍্যদিকে সল্টলেকে ছাত্রীদের হস্টেল এখনও খোলেনি। সেখানকার আবাসিকদের একাংশের দাবি, সোমবার কর্তৃপক্ষ উদ্যোগী না হলে তাঁরাও হস্টেলের দখল নেবেন।

Related Articles

Back to top button
error: