HighlightNewsদেশ

হোর্ডিং-ব্যানারে কোনো দলের একচেটিয়া দখলদারি চলবে না, কড়া নির্দেশ দিল নির্বাচন কমিশন

টিডিএন বাংলা ডেস্ক: নির্বাচনী প্রচারে কোন দলের একচেটিয়া দখলদারি চলবে না। সকলকেই সমান সুযোগ দিতে হবে। এই মর্মে গতকালই পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি সহ দেশের যে সমস্ত রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে সেইসব রাজ্যেই কড়া নির্দেশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যগুলিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে চিঠি পাঠানো হয়েছে সেই চিঠিতে বলা হয়েছে, একটি নির্দিষ্ট দলের হোর্ডিং, ব্যানার, কাট আউট-সহ প্রচারের বিভিন্ন মাধ্যম ছেয়ে রয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। চিঠিতে লেখা হয়েছে,”কোনও একটি দলের প্রাধান্য বা একচেটিয়া প্রচার যেন না হয়। সব দল ও প্রার্থীরা যেন সমান সুযোগ পান।” ভোটের আগে হওয়া এই প্রচারের প্রতিযোগিতায় যাতে সব দল সমান সুযোগ পায় সেই বিষয়টির দিকে নজর রাখতে হবে স্থানীয় প্রশাসনকে। জেলা নির্বাচনী আধিকারিককে এমনই নির্দেশ দিয়েছে কমিশন।

Related Articles

Back to top button
error: