HighlightNewsদেশ

রাজার ধন শেষ! নির্বাচনে লড়তে সমর্থকদের কাছে হাত পাতলেন প্রদ্যোত দেববর্মণ

টিডিএন বাংলা ডেস্ক: ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে “স্বচ্ছ নির্বাচনের জন্য” সমর্থন চেয়ে এবার সমর্থকদের কাছে হাত পাতলেন ত্রিপুরী রাজ্য পরিবারের প্রধান ও টাইটুলার রাজা প্রদ্যোত দেববর্মণ। কোথায় বলে, রাজার ধনও ফুরায় একদিন। নির্বাচনে লড়তে এহেন হাত পাতাকে সেই পরিস্থিতিই মনে করছে সাধারণ মানুষ। পরিস্থিতি এমনই জনগণের কাছে হাত পাততে বাধ্য হচ্ছেন রাজা। রীতিমত ব্যাংক অ্যাকাউন্ট খুলে অর্থ সাহায্য চাইছেন ত্রিপুরা রাজ পরিবারের উত্তরসূরি প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মণ। নির্বাচনে লড়াইয়ের জন্য তাঁর কাছে পর্যাপ্ত অর্থ নেই বলেই জানিয়েছেন তিনি। যা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে ত্রিপুরার রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বর মাসেও রাজকীয় মেজাজে দেখা গিয়েছিল প্রদ্যোতকে। শাসকদলকে চ্যালেঞ্জ করে তিনি বলেন,“মোঘল, ব্রিটিশরাও মানিক্য সামাজ্র্যকে হারাতে পারেনি। তো বিজেপি কোন ছাড়? তারা কী করতে পারবে? আমি তাদের চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত আছি। তারা ভেবেছিল, আমি ওদের কাছে মাথা নত করব। কিন্তু তারা ভুলে গিয়েছে যে আমার শরীরে মানিক্য রাজবংশের রক্ত বইছে। তারা আমাকে চ্যালেঞ্জ জানাতে এলে আমিও দেখিয়ে দেব। টাইগার আভি ভি জিন্দা হ্যায়।”

উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনে এককভাবে লড়ছে প্রদ্যোতের দল তিপ্রামথা। এখনও পর্যন্ত ৪০টি আসনে প্রার্থী দিয়েছেন প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মণ। কিন্তু প্রার্থীদের জন্য পর্যাপ্ত অর্থ দিতে পারছেন না দলের চেয়ারম্যান তথা ত্রিপুরা রাজবংশের উত্তরসূরি। এই অবস্থায় জনগণের কাছে সাহায্যের জন্য হাত পেয়েছেন খোদ রাজা। এক টুইটে বার্তায় সমর্থকদের অর্থদান করে দলের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন তিনি। ওই টুইটে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়ে অর্থ সাহায্য চেয়েছেন তিনি।

Related Articles

Back to top button
error: