HighlightNewsদেশ

কৃষকদের রেল রোকো আন্দোলন চিন্তায় ফেলেছে কেন্দ্রকে; বৈঠকে বসল বিজেপির শীর্ষ নেতৃত্ব

টিডিএন বাংলা ডেস্ক: আগামী বৃহস্পতিবার দেশজুড়ে কৃষকদের রেল রোকো অভিযান ইতিমধ্যে চিন্তার ভাঁজ ফেলেছে শাসকদলের কপালে। এই আন্দোলন নিয়ে বুধবার বিজেপির সদর দফতরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর ও বিজেপি সভাপতি জে পি নড্ডা আলোচনায় বসেন পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও রাজস্থানের দলীয় নেতাদের সঙ্গে। প্রসঙ্গত এই চারটি রাজ্যেই কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে প্রবল বিরোধিতা দেখা গেছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এদিনের ওই বৈঠকের শেষে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ ও রাজস্থানের বিজেপি নেতাদের কৃষক আন্দোলনের পাল্টা প্রচারে নামার নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেকটি এলাকায় গিয়ে কৃষি আইনের ভাল দিক গুলোকে মানুষের সামনে তুলে ধরতে বলা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার আন্দোলনরত কৃষক সংগঠনগুলির সারা দেশজুড়ে ৪ ঘন্টা রেল অবরোধের ডাক দিয়েছে। এ প্রসঙ্গে পাঞ্জাবের কৃষক সংগঠনগুলি সংবাদমাধ্যমকে জানিয়েছে তারা বৃহস্পতিবার বেলা বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত রেল অবরোধ করা হবে। এর পাশাপাশি দিল্লির সীমান্তে আন্দোলনকারী কৃষকদের মনোবল যাতে ভেঙে না পড়ে সেজন্য সবাইকে রাজধানীর উপকণ্ঠে হাজির হওয়ার জন্য আর্জি জানিয়েছে কৃষক সংগঠনগুলি।

 

 

Related Articles

Back to top button
error: