HighlightNewsদেশ

দেশের ১৩টি জায়গায় পৌঁছল কোভিশিল্ডের প্রথম ব্যাচ, ১৬ জানুয়ারি টিকাকরণের প্রস্তুতি চরমে

টিডিএন বাংলা ডেস্ক: করোনা মহামারীর সঙ্গে লড়াইয়ের জন্য টিকাকরণের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ১৬ জানুয়ারি থেকে ভারতের শুরু হয়ে যাবে করোনা ভ্যাকসিনের টিকাকরণ প্রক্রিয়া। এই লক্ষ্যে কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ব্যাচ পৌঁছে দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে। দিল্লি সহ দেশের বেশ কয়েকটি রাজ্যে পৌঁছে দেওয়া হয়েছে করোনার ভ্যাকসিন। ভ্যাকসিন পৌঁছে দেওয়ার জন্য এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা ব্যবহার করা হচ্ছে। বিমান পথে দিল্লি, মুম্বই, গুজরাট, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ,কলকাতা সহ ১৩টি রাজ্যের পৌঁছে দেওয়া হয়েছে “কোভিশিল্ডের” প্রথম ব্যাচ। এই জায়গাগুলি থেকে এরপর দেশের বাকি অংশে পৌঁছেে দেওয়া হবে এই ভ্যাকসিন। প্রথম ধাপে দেশের মোট তিন কোটি স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কর্মীদের এই টিকা দেওয়া হবে।

Related Articles

Back to top button
error: