Highlightদেশ

জেলের ঘানি টেনেও দশম শ্রেণির পরীক্ষা দিলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী

টিডিএন বাংলা ডেস্ক : শিক্ষার কোনও বয়স হয়না। শিক্ষার ক্ষেত্রে বয়স শুধুই সংখ্যা। তা প্রমাণ করে দিলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী। ৮৬ বছরের ওম প্রকাশ চৌতালা বুধবার দশম শ্রেণির ইংরেজি পরীক্ষায় বসেছিলেন সিরসার এক স্কুলে। সেখানেই মাত্র দু’ঘন্টায় পরীক্ষা দিয়ে বেড়িয়ে যান তিনি।

তাঁর হাতে চোট পেয়েছিলেন।সেই জন্য একজন লেখকের আবেদন জানান। শিক্ষা পর্ষদ সেই মতোই লেখক জোগাড় করে দেয়। মাত্র ২ ঘণ্টায় পরীক্ষার প্রশ্নোওর শেষ করে আর্য কানিয়া সিনিয়র সেকেন্ডারি বিদ্যালয় ছেড়ে চলে যান তিনি। ২০১৯ সালে দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছিলেন ওম প্রকাশ৷ যার রেজাল্ট বের হয় গত ৫ আগস্ট। কিন্তু দশম শ্রেণির ইংরেজি পরীক্ষা না-দেওয়ায় অসমাপ্ত হয় ফলাফল।

তাই ফলাফল সম্পূর্ণ করতে দশম শ্রেণির ইংরেজি পরীক্ষা দিতেই হতো ইন্ডিয়ান ন্যাশানাল লোক দলের সভাপতিকে। চলতি বছরেই হরিয়ানায় ওপেন বোর্ডে পরীক্ষা হয়। সেখানেই পরীক্ষা দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু দশম শ্রেণির ইংরেজি পরীক্ষা না-দেওয়ায় রেজাল্ট অসম্পূর্ণ আসে। তাই আবার পরীক্ষায় বসেন তিনি।

শিক্ষক দুর্নীতি মামলায় ২০১৭ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে জেলে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তখনই দশম শ্রেণির পরীক্ষা ওপেনে দিচ্ছিলেন তিনি। কিন্তু ইংরেজি পরীক্ষা দেওয়া বাকি থাকে। সেই সময় তাঁর পুত্র অভয় চৌতালা জানিয়েছিলেন, তার বাবা দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেয়ে পাস করেছেন। কিন্তু বোর্ডের তরফে বলা হয় সেটা দশম শ্রেণির পরীক্ষা ছিল। উল্লেখ্য ২০১৩ সালে দিল্লির তিহার জেলে ছিলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেখানেই পড়াশুনা শুরু করেন। তারপরেই গত দু’মাস আগে বিশেষ অনুমতিতে জেল থেকে ছাড়া পান ওম প্রকাশ চৌতালা।

Related Articles

Back to top button
error: