টিডিএন বাংলা ডেস্ক : তালিবানদের থেকে দূরত্ব বজায় রাখছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (AIMPLB)। বোর্ডের বেশ কয়েকজন সদস্য ব্যক্তিগতভাবে তালিবানের সমর্থনে মন্তব্য করে বসেছেন। তাঁদের অন্যতম মৌলানা সাজ্জাদ নোমানি। AIMPLB-এর তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে এর সঙ্গে বোর্ডের কোনও সম্পর্ক নেই। বোর্ড তালিবান নিয়ে কোনও মন্তব্য করবে না।
বিবৃতিতে বলা হয়েছে, “কিছু সদস্যর মন্তব্যকে বেশ কয়েকটি মিডিয়া বোর্ডের মতামত হিসেবে তুলে ধরছে এবং এই মন্তব্যের জন্য তারা বোর্ডকেই দায়ী করছে। এই ধরনের কাজ সাংবাদিকতার চেতনার পরিপন্থী। মিডিয়ার উচিত এই ধরনের কাজ করা ঠিক নয়। তালিবান সংক্রান্ত কোনও খবরের জন্য AIMPLB-কে দায়ী করা উচিত নয়।”
প্রসঙ্গত, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সেক্রেটারি মৌলানা ওমরেইন মেহফুজ রহমানী এবং জাতীয় মুখপাত্র মৌলানা সাজ্জাদ নোমানি তালিবানের আফগানিস্তান দখলকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। তাঁদের কথায়, স্বার্থ ও সম্পদের বিনিময়ে নয়, আস্থা ও বিশ্বাসের জোরে আফগানিস্তান দখল করেছে তালিবানরা।
আরও একধাপ এগিয়ে উমরেন রহমানী নিজের সোশ্যাল মিডিয়ায় তালিবানের আফগানিস্তান দখলকে স্বর্গীয় সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ঈশ্বরের সহায়তায় এই যুদ্ধ জয় পেয়েছে তালিবানরা। অপরদিকে সাজ্জাদ নোমানি আফগান তালিবানদের ‘সাহসী’ হিসেবে উল্লেখ করেছেন। কারণ তাঁরা প্রথম বিশ্বের সেনাদের তাঁদের দেশ থেকে বের করে দিয়েছে।